শিরোনাম
‘আসুন না, একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য’
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩২
‘আসুন না, একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর ঘণ্টা দুয়েক পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন দলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


দলের ব্যর্থতা ভুলে গিয়ে এশিয়া কাপের সুখস্মৃতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র তার। দেশের আমূল পরিবর্তন করতে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-


‘নাহ! এবারও হলো না! আমরা যখন মাঠে খেলি তখন শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘণ্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙা হাত নিয়ে নেমে পড়ে ব্যাটিং করতে।


আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো; যদি সবাই মিলে নিজের স্থান থেকে দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি?


শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না, আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি, আজকে না হয় হারলাম; নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।’



এশিয়া কাপে শেষ চার আসরে তিনবারই রানার্সআপ বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে শিরোপা হারিয়েছিল মাত্র ২ রানে। ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে শিরোপা খোয়ায় দলটি।


তবে এবার ২২২ রানের স্বল্প পুঁজি নিয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে যেভাবে লড়েছে তা নজর কেড়েছে সবার। প্রশংসার বৃষ্টিতে ভিজছেন মাশরাফি ব্রিগেড। তাদের বন্দনায় বিশ্ব ক্রিকেটাঙ্গনের সাবেক ও বর্তমান রথী-মহারথীরা।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com