শিরোনাম
পরপর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯
পরপর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিটন দাশ ১০১ রানে (৯০ বলে) ব্যাট করছেন। সঙ্গে মাহমুদউল্লাহ মাত্র ব্যাটিংয়ে নামলেন। লিটন ১০টি চার ও দুটি ছক্কা মেরেছেন।


* ওপেন করতে নেমে ৫৯ বলে ৩২ করে কেদার যাবদকে উইকেট দিয়েছেন মেহেদী মিরাজ। মিরাজ ক্যারিয়ারে প্রথম ওপেন করতে নামলেন। ওপেনিংয়ে ১২০ রানের জুটি, ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ।


* দারুণ শুরুর পর ১৭ রানের মধ্যে মিরাজ ছাড়াও ফিরেছেন ইমরুল (২) ও মুশফিক (৫)। দুটি উইকেট কেদার যাদবের।


* ৩৩ বলে ফিফটি লিটন দাসের। ৫২ রানে তার ক্যাচ ফেলেছেন যুজবেন্দ্র চাহাল।


* ১১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে ৫০ পেরোল বাংলাদেশ। ২৬ ইনিংস পর পেরোল ১০০। সর্বশেষ ২০১৬ সালে শতরানের উদ্বোধনী জুটি হয়েছিল। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ১৬তম শতরানের জুটি।


* এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৪ এশিয়া কাপে এনামুল হক ও ইমরুল কায়েসের জুটি তুলেছিল ১৫০ রান।


* দলে একটি পরিবর্তন। মুমিনুল হকের জায়গায় ফিরেছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম।


* ভারতের বিপক্ষে এর আগে দুইবার কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে বাংলাদেশ। এই এশিয়া কাপেই গত টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল মাশরাফির দল।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com