শিরোনাম
ভারত-বাংলাদেশ ওয়ানডে মারপ্যাচ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩
ভারত-বাংলাদেশ ওয়ানডে মারপ্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাইতে শুক্রবার যথারীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। এই নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনাল খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আগের দু’বার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাদের, ২০১২ ও ২০১৬ আসরে।


এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত। প্রথম চার ম্যাচে টানা জয়ের পর সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে তাদের নাটকীয় ম্যাচটি ‘টাই’ হয়। অন্যদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় তুলে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী মুশফিক-মিঠুনরা।


এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিরা শিরোপা জিতেছেন সর্বোচ্চ ৬ বার। ফলে শিরোপার সংখ্যাটা আরো বাড়িয়ে নেয়ার লক্ষ্য মাঠে নামবে ভারত। আর টাইগারদের লক্ষ্য এশিয়া কাপের প্রথম শিরোপা জয়। শুধু এই মহাদেশীয় আসরেরই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে।


চলুন পাঠক, ফাইনাল ম্যাচের আগে পরিসংখ্যান কী বলছে তাতে নজর বুলিয়ে নিই।


বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান :


১. ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ৩৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে লাল-সবুজের প্রতিনিধিদের জয় মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ভারতীয়দের জয় ২৮টিতে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।


২. এশিয়া কাপের আসরে আগের ১১ দেখায় ভারতের বিপক্ষে কেবল একবারই জিততে পেরেছে বাংলাদেশ। বাকি ১০ ম্যাচেই শেষ হাসি হেসেছে ভারত। একমাত্র জয়টি বাংলাদেশ পেয়েছিল ২০১২ সালে, ঢাকায়।


৩. দু’দলের সবশেষ ৬ ওয়ানডে ম্যাচের ৪টিতে জিতেছে ভারত। বাংলাদেশের জয় ২ ম্যাচে। চলতি এশিয়া কাপের সুপার ফোরে দু’দলের আগের দেখায় বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত।


৪. ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। ২০ ওয়ানডেতে ৩৭.৪৩ গড়ে ৫৯৯ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির সঙ্গে ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন মুশি। তবে দু’দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। এশিয়া কাপে বিশ্রামে থাকা কোহলি ১১ ম্যাচে ৬৫৪ রান করেছেন অতিমানবীয় ৮১.৭৫ গড়ে।


৫. ভারত-বাংলাদেশের ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার টাইগার দলনেতা মাশরাফি। ১৮ ম্যাচে ৩৫.৫০ গড়ে ২২ উইকেট নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তার সেরা সাফল্য ৩৮ রানে ৪ উইকেট নেয়া।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com