শিরোনাম
প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়লেন মাশরাফি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩
প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়লেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাসমতউল্লাহ শহিদির উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন টাইগার অধিনায়ক।


২৫০ উইকেটের রেকর্ড গড়তে এশিয়া কাপে এই আসরে মাঠে নামার আগে প্রয়োজন ছিলো মাত্র পাঁচটি উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুইউইকেট নিয়ে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন তিনি। এরপর ভারতের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরে ফিরিয়ে ২৪৮ উইকেট শিকারির কাতারে স্থান করে নেন।


আর রবিবার সুপার ফোরের পরের ম্যাচে প্রথমে সাজঘরে ফেরান প্রতিপক্ষ আফগান অধিনায়ক আসগর আফগানকে। পরে হাশমতউল্লাহ শহিদিকেও সরাসরি বোল্ড করে বিশ্বের ২৫তম ও বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলকে নাম লেখান মাশরাফি।


প্রায় ১৭ বছর আগে ২০০১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও কয়েক দফায় ইনজুরির কারণে মাশরাফি খেলতে পেরেছেন মাত্র ১৯৪টি ওয়ানডে। তার ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে অন্তত ১১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তবু দমে না গিয়ে বারবার মাশরাফি ফিরেছেন বাইশ গজে, এক অদম্য সাহসী যোদ্ধার বেশে।


ক্যারিয়ারে ইনজুরির কারণে হওয়া শূন্যস্থানগুলো তিনি পূরণ করেছেন নিজের অর্জনের মাধ্যমেই। সে ধারাবাহিকতায় ১৯৪ ওয়ানডেতে মাত্র ৩১ গড়ে, ওভারপ্রতি ৪.৮০ রান খরচ করেই তুলে নিয়েছেন ২৫০টি উইকেট। দেশের পক্ষে ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ডটাও তার।


২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচে ২৬ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। যা কিনা এখনো বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার। সে বছরই বিশ্বের সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে মোট ৮বার চার বা ততোর্ধ্ব উইকেট নিলেও পাঁচ উইকেট নিতে পেরেছেন সেই একবারই।


আন্তর্জাতিক ওয়ানডেতে মাশরাফির ২৫০ উইকেট পূরণ হলেও, বাংলাদেশের হয়ে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে এখনো এক উইকেট দরকার মাশরাফির। কেননা এশিয়া একাদশের হয়ে খেলতে নেমে আফ্রিকা একাদশের বিপক্ষে একটি উইকেট রয়েছে তার। সেই উইকেটটিই পরিসংখ্যানে তার নামের পাশে যোগ হয়ে রয়েছে।


২৫০ রানের রেকর্ড অর্জনে মাশরাফির আগে রয়েছেন- কপিল দেব (২৫৩), খুব বেশি দূরে নেই মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯), হরভজন সিং (২৬৯), অ্যালান ডোনাল্ড (২৭২), জ্যাক ক্যালিসরা (২৭৩)। আরেকটু জোর কদমে ছুটতে পারলে হয়তো দেখা পাবেন জহির খান (২৮২), সাকলায়েন মুশতাক (২৮৮), এমনকি শেন ওয়ার্নের (২৯৩)।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com