শিরোনাম
ধাওয়ান-রোহিতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৯ উইকেটে হারাল ভারত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩
ধাওয়ান-রোহিতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৯ উইকেটে হারাল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক রোহিত শর্মার জোড়া সেঞ্চুরিতে এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ধরাশায়ী করলো ভারত।


ধাওয়ানের ১১৪ ও রোহিতের ১১১ রানের সুবাদে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ অনেকাংশেই পরিস্কার হলো ভারতের। কারণ সুপার ফোরে টানা দু’ম্যাচ জিতলো রোহিত শর্মার দল।


সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে রবিবার অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং-এ নেমে ২৪ রানের সূচনা পায় পাকিস্তান। ওপেনার ইমাম উল হককে ১০ রানে থামিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ভারতের লেগ-স্পিনার যুজবেন্দ্রা চাহাল। আরেক ওপেনার ফখর জামানও এ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৩১ রানে তাকে তাকে লেগ বিফোর ফাঁদেদ ফেলেন ভারতের আরেক স্পিনার বাঁ-হাতি কুলদীপ যাদব।


তিন নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি বাবর আজম। ৯ রানে আউটের শিকার হন তিনি। এরপর পাকিস্তানের মিডল-অর্ডারে অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক দলের রানের চাকা সচল করেন। তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকেন তারা। এতে পাকিস্তানের স্কোর দেড়শ ছাড়িয়ে যায়। দু’জনে জুটিতে ১০৭ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ৪৪ রান করা সরফরাজকে তুলে নিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন ভারতের কুলদীপ।


সরফরাজ হাফ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে গেলেও, ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন মালিক। দলীয় ২০৩ রানে বিদায় নেন মালিক। চারটি চার ও দুটি ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে জসপ্রিত বুমরাহর শিকার হন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিকের বিদায়ের পর পরের দিকে ব্যাটসম্যানরা পাকিস্তানকে বড় স্কোর এনে দিতে পারেননি। টেল এন্ডার আসিফ আলীর ২১ বলে ৩০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান।


ভারতের বুমরাহ, চাহাল ও কুলদীপ দুটি করে উইকেট নেন।


২৩৮ রানের জয়ের লক্ষ্যে শুরুটা দেখেশুনেই করেন ভারতের দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। ৫ ওভারে ২৩ রান যোগ করেন তারা। ষষ্ঠ ওভারে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির চতুর্থ ডেলিভারিতে কভারে ক্যাচ দিয়েছিলেন রোহিত। সেটি তালুবন্দি করতে পারেননি ইমাম।


জীবন পেয়ে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন রোহিত। তাকে সঙ্গ দিচ্ছিলেন ধাওয়ান। তাই প্রথম ১০ ওভারে ভারতের রান গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৫৩। ভারতকে শতরানে পৌঁছে দিতে মোট ১১৫ বল মোকাবেলা করেন ধাওয়ান ও রোহিত। এরমধ্যে হাফ সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন ধাওয়ান। হাফ সেঞ্চুরির স্বাদ নিতে দেরি করেননি রোহিতও। ধাওয়ান ৫৬তম বলে হাফ-সেঞ্চুরি পেলেও, রোহিত পেয়েছেন ৬৪তম বলে।


হাফ সেঞ্চুরির পর মারমুখী হয়ে উঠেন দুই ওপেনার। ফলে ২৬তম ওভারেই দেড়শ ও ৩৩তম ওভারে ২শ রানের কোটা স্পর্শ করে ভারত। আর ৩৩তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ও পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান ধাওয়ান।


সেঞ্চুরি পাবার পরের ওভারেই রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন ধাওয়ান। ১৬টি চার ও দুটি ছক্কায় ১১৪ রান করেন তিনি। রোহিতের সাথে ২০১ বলে ২১০ রানের জুটি গড়েন ধাওয়ান। পাকিস্তানের বিপক্ষে উদ্বোধণী জুটিতে ভারতের এটিই সর্বোচ্চ রান। আগেরটি ছিলো ১৫৯ রানের। ১৯৯৮ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিলভার জুবলি ইনডিপেন্ডন্স কাপের ফাইনাল ম্যাচে উদ্বোধনী জুটিতে ১৫৯ রান করেন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। এছাড়া পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে ধাওয়ান-রোহিতের ২১০ রান দ্বিতীয় সর্বোচ্চ।


ধাওয়ান ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পান রোহিতও। ১০৬তম বলে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন তিনি। এই সেঞ্চুরির পথে ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রান পূর্ণ করেন রোহিত। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। সাতটি চার ও চারটি ছক্কায় ১১৯ বলে অপরাজিত ১১১ রান করেন রোহিত। তার সঙ্গী আম্বাতি রাইদুর সংগ্রহ ছিলো ১২ রান। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ধাওয়ান।


আগামী ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে শেষ ম্যাচ খেলবে ভারত।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ৫০ ওভারে ২৩৭/৭ (ইমাম ১০, ফখর ৩১, বাবর ৯, সরফরাজ ৪৪, মালিক ৭৮, আসিফ ৩০, শাদাব ১০, নওয়াজ ১৫*, হাসান ২*; ভুবনেশ্বর ০/৪৬, বুমরাহ ২/২৯, চেহেল ৪৬/২, কুলদীপ ২/৪১, জাদেজা ০/৫০, কেদার ০/২০)


ভারত: ৩৯.৩ ওভারে ২৩৮/১ (রোহিত ১১১*, ধাওয়ান ১১৪, রাইডু ১২*; আমির ০/৪১, আফ্রিদি ০/৪২, হাসান ০/৫২, নওয়াজ ০/৩৫, শাদাব ০/৫৪, মালিক ০/১৪)


ফল: ভারত ৯ উইকেটে জয়ী


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com