শিরোনাম
রোনালদোর লাল কার্ডের দিনেও জয় জুভেন্টাসের
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫০
রোনালদোর লাল কার্ডের দিনেও জয় জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জোড়া গোল করে সিরি’আতে জুভেন্টাসকে জয় উপহার দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি।


লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে চোখের জলে পর্তুগীজ এই সুপারস্টারকে মাঠ ত্যাগ করতে হয়েছে। যদিও ১০ জনের দল নিয়েও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের নাটকীয় এক জয় নিয়েই মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। স্পট কিক থেকে ম্যাচে দুটি গোলই করেছেন মিরালেম পাজানিচ।


ভ্যালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিলোর সাথে বিতর্কের জেড়ে ম্যাচের মাত্র ২৯ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনালদো। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে বহুল প্রত্যাশিত শুরুটা ভাল হলো না সিআর সেভেনের।


জার্মান রেফারি ফেলিক্স ব্রিচ তার সহকারীদের সাথে ঘটনাটি নিয়ে কিছুক্ষণ আলোচনার পর রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান। মুরিলোর চুল ধরে টানান অপরাধে তাকে লাল কার্ড দেখানো হয়েছে। ৩৩ বছর বয়সী রোনালদো এই সিদ্ধান্তে বেশ হতাশ হয়ে আবেগতাড়িত হয়ে মাঠ ত্যাগ করেন। এর ফলে এক ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো। আর উয়েফা যদি শাস্তির মেয়াদ আরো বাড়ায় তবে অক্টোবরে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার আর খেলা হচ্ছে না।



চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত খেলা ১৫৪টি ম্যাচে এটাই রোনালদোর প্রথম লাল কার্ড। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস সবচেয়ে বেশি ২৬ বার লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা পেল।


রোনালদোর উপিস্থিতিতে জুভেন্টাস ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে ২২ বছরে শিরোপা খরা কাটিয়ে সাফল্যের আসায় মাঠে নেমেছিল। যদিও রোনালদোবিহীন জুভেন্টাসের জন্য ম্যাচে ভাগ্য নিজেদের করে নিতে খুব একটা কষ্ট হয়নি। উভয় অর্ধে পাজিনিচের দুটি স্পট কিক থেকে গোল আদায়ে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়েছে। দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরায় স্বস্তি ফিরে এসেছে জুভ শিবিরে।


রোনালদোর মাঠ ত্যাগের আগে মারিও মান্দজুকিচ, সামি খেদিরা ব্লেইস মাতৌদি ভাল কিছু সুযোগ হাতছাড়া করেছে। রোনালদোর ঘটনায় অবশ্য মাসিমিলিয়ানো আলেগ্রির দল কোনো ধরনের হইচই করেনি। মেস্টালার প্রতিকুল পরিবেশে পাজানিচও ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দিতে ভুল করেননি। ডি বক্সের ভিতর হুয়াও কানসেলোকে বাজে একটি চ্যালেঞ্জ করায় ড্যানিয়েল পারেজোর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তার আগে কানসেলোর একটি জোড়ালো শট ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। ৪৫ মিনিটে স্পট কিক থেকে জুভেন্টাসকে এগিয়ে দেন বসনিয়া-হার্জেগোভেনিয়ার ২৮ বছর বয়সী মিডফিল্ডার পাজানিচ।


বিরতির ৬ মিনিট পর গিওর্গিও চিয়েলিনিকে ফাউলের অপরাধে মুরিলোর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন ব্রিচ। এবারো পাজানিচের উপরই আস্থা রেখেছিলেন আলেগ্রি। আর কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন এই মিডফিল্ডার। এই প্রথম পাজানিচ জুভেন্টাসের হয়ে দুই গোল দিলেন। যদিও স্টপেজ টাইমে পাজেরোর স্পট কিক রুখে দিয়ে স্বাগতিক দর্শকদের আরো হতাশ করেছেন রিয়াল গোলরক্ষক উজচিয়েচ সিজিনসি।


এর আগে ২০১৫ সালে সর্বশেষ সেভিয়া বনাম বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখের ম্যাচে তিনটি পেনাল্টির সিদ্ধান্ত দেয়া হয়েছিল।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com