শিরোনাম
১১৬ রানেই গুটিয়ে গেল হংকং
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪
১১৬ রানেই গুটিয়ে গেল হংকং
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হংকংয়ের। যারা বাছাই পর্ব উৎরে তবেই যোগ্যতা অর্জন করেছে এশিয়া কাপে খেলার।


অনুমিতভাবেই হংকংকে উড়িয়ে দেয়ার কথা পাকিস্তানিদের। কতটুকু উড়িয়ে দিতে পেরেছে, সেটা ম্যাচ শেষেই হয়তো জানা যাবে। তবে, ম্যাচের মাঝপথে বলা যায়, হংকংকে উড়িয়ে দেয়ার পথেই রয়েছে সরফরাজ আহমেদের দল।


দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে হংকং। যার ফলে ৩৭.১ ওভার ব্যাট করে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে গেছে নন টেস্ট প্লেইং দেশটি। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আইজাজ খান। ২৬ রান করেন কিঞ্চিত শাহ।


মোহাম্মদ আমির রান বেধে রাখতে পারলেও উইকেট নিতে পারেননি। তবে উসমান খান আর হাসান আলি ঝড় তোলেন। ৩ উইকেট নেন উসমান খান। হাসান আলি নেন ২ উইকেট। লেগ স্পিনার শাদাব খান নেন ২ উইকেট। ফাহিম আশরাফ নেন ১ উইকেট। ২ জন হন রান আউট।


ব্যাট করতে নামার পর নিজাকাত খান আর অধিনায়ক অংশুমান রাথ মিলে ১৭ রানের জুটি গড়েন। ১৩ রান করে রান আউট হয়ে যান নিজাকাত খান। ১৯ রান করে বিদায় নেন অংশুমান রাথও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে। যদিও কিঞ্চিত শাহ এবং আইজাজ খান মিলে মাঝে একটু ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু হাসান আলি আর উসমান খানের পেস তোপে সেটাও সম্ভব হলো না।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com