শিরোনাম
কানাডা ওপেনে বাংলাদেশ তায়কোয়ানদো দলের স্বর্ণ জয়
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬
কানাডা ওপেনে বাংলাদেশ তায়কোয়ানদো দলের স্বর্ণ জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডার ভ্যাঙ্কুভারের রিচমন্ডে অনুষ্ঠিত উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৮’তে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ তায়কোয়ানদো দল। শুক্রবার পুরুষ সিনিয়র বিভাগে (অনূর্ধ্ব-৩০) পুমসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ।


এই ইভেন্টে অংশ নেয়া ৩২টি দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে এই ইভেন্টে লড়াই করেছেন ইমতিয়াজ ইবনে আলী, আব্দুল্লাহ আল নোমান ও আশিকুর রহমান হৃদয়।


গত ১৩ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেয়া অ্যাথলেটদের ওজন নেয়া হয়। আর পরের দিন অনুষ্ঠিত হয় মূল প্রতিযোগিতা, যা চলবে রবিবার পর্যন্ত। বাংলাদেশ দলের ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।


২০২০ অলিম্পিক গেমসে সামনে রেখে তায়কোয়ানদো কানাডা কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- কায়োরুগি (জি ১), পুমসে (জি ১) ও প্যারা তায়কোয়ানদো। প্যারা তায়কোয়ানদোতে কালার বেল্ট ও ব্ল্যাক বেল্টরা লড়ছেন। আর কায়োরুগি ও পুমসে ক্যাটাগরিতে কেবল ব্ল্যাক বেল্টধারীরা লড়ছেন।


প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রিচমন্ডের অলিম্পিক ওভালে। এবারের এই উন্মুক্ত তায়কোয়ানদো প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১২০০ জন অ্যাথলেট, কোচ ও ম্যানেজার অংশগ্রহণ করছেন। বাংলাদেশ থেকে তিনজন খেলোয়াড়সহ ৭ সদস্যের প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com