শিরোনাম
পাকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৯
পাকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গোল আসি আসি করে আসছিল না। বারবার বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের গোলমুখে গিয়ে ব্যর্থ হচ্ছিল। তাতে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচের ভাগ্য। কিন্তু নাটকীয়তা তখনও অনেক বাকি। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে গোলপোস্টের খুব কাছ থেকে দারুণ এক হেড করেন তপু বর্মন। তাতে পরাস্ত হন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। গোল! তপুর একমাত্র ঐ লক্ষ্যভেদে টানা দ্বিতীয় জয় তুলে সেমির পথে বাংলাদেশ।


বৃহস্পতিবার সাফ সুজুকি কাপ ২০১৮- এর 'এ' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করা ডিফেন্ডার তপু এ ম্যাচেও জয়ের নায়ক। ফলে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল জেমি ডে’র শিষ্যরা। তাতে ঘরের মাঠে এবারের সাফের সেমি ফাইনালে খেলা প্রায় নিশ্চিত লাল-সবুজের প্রতিনিধিদের।


বিরতির আগ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ছিল। বল দখলের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা দারুণ বলে লাফিয়ে হেড করার সুযোগ হাতছাড়া করেন আগের ম্যাচের গোলদাতা তপু বর্মন। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ দারুণ দক্ষতায় নিজের দখলে বল নিয়ে নেন।


১৬তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে গোলমুখে শট নেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু বল চলে যায় গোলবারের অনেক উপর দিয়ে। তাতে এগিয়ে যাওয়া হয়নি জেমি ডে'র শিষ্যদের।



২৯তম মিনিটে স্ট্রাইকার সাদ উদ্দিন জোরালো শট করলেও তা পাকিস্তানের জালে ঠিকানা খুঁজে পায়নি। বিরতির ৬ মিনিট আগে মিডফিল্ডার মাসুক মিয়া জনির দুর্বল শট সহজেই লুফে নেন পাকিস্তানের গোলরক্ষক।


এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোল শূন্যে ভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। গোল হওয়ার মতো একাধিক আক্রমণ করলেও ৮৪ মিনিটে গিয়ে গোল পায় বাংলাদেশ।


বাংলাদেশ দল : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com