শিরোনাম
১৬ সদস্যের দল নিয়ে এশিয়া কাপে পাকিস্তান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭
১৬ সদস্যের দল নিয়ে এশিয়া কাপে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন এশিয়া কাপ উপলক্ষ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে ৬ পেসার থাকলেও দলে নেই অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ এবং ইমাদ ওয়াসিম।


কন্ডিশনিং ক্যাম্পে ডাম পেয়েছিলেন ১৮ জন খেলোয়াড়। সেখান থেকে ১৬ জনকে বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।


জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে হাফিজ থাকলেও মাঠে নামা হয়নি তার। আর এবারের এশিয়া কাপ থেকে ছিটকে পরার পর অনেকেই ক্যারিয়ারের পরিসম্পাতি দেখছেন এই ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের।


অবশ্য দলে আছে শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, জুনায়েদ খান, মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞরাও। তবে দলে ছয়জন পেসার নিয়ে বেশ আক্রমণাত্মক পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে টিম পাকিস্তান।


চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে নেমে এশিয়া কাপের এবারের আসরে নিজেদের মিশন শুরু করবে পাকিস্তান। এর ঠিক তিনদিন পর ভারতের মুখোমুখি হবে সরফরাজরা।


পাকিস্তান দল : ফখর জামান, ইমাম-উল হক, শোয়েব মালিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শান মাসুদ, হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান, উসমান খান ও শাহীন শাহ আফ্রিদি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com