শিরোনাম
জুভেন্তাসে রোনালদোর দৈনিক আয় ৮৩ লাখ টাকা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫
জুভেন্তাসে রোনালদোর দৈনিক আয় ৮৩ লাখ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকেই ভক্তদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো, ৩৩ বছর বয়সী পর্তুগিজ তারকাকে কত বেতন দিচ্ছে সিরি-আ’র চ্যাম্পিয়ন ক্লাবটি?


ইতালিয়ান দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’- এর এক প্রতিবেদনে উঠে এসেছে রোনালদোর বেতনের বিষয়টি। এটা অনুমিতই ছিল যে, ইতালিয়ান লিগে সবচেয়ে বেশি বেতন পাবেন সিআর সেভেন। তবে সংবাদপত্রটি যে তথ্য দিয়েছে তাতে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। তারা জানিয়েছে, দ্বিতীয় স্থানে থাকা গঞ্জালো হিগুয়াইনের চেয়ে রোনালদোর বেতন ৩ গুণ বেশি!


জুভেন্তাসে প্রতি মৌসুমে ৩১ মিলিয়ন ইউরো বেতন পাবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০০ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৮৩৬ টাকা! মানে দাঁড়াল তার দৈনিক আয় ৮৫ হাজার ২১২ ইউরো বা ৮২ লাখ ৫৮ হাজার ৩৮৬ টাকা!


এসি মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইনের বার্ষিক বেতন ৯.৫ মিলিয়ন ইউরো। ইতালিয়ান লিগে সর্বোচ্চ বেতনের তালিকায় পরের দু'টি নামও জুভেন্তাসের ফুটবলারদের। পাওলো দিবালা ৭ মিলিয়ন ইউরো ও মিরালেম পিয়ানিচ ৬.৫ মিলিয়ন ইউরো বেতন পান।


তবে বেতনের অঙ্কে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে ছাড়াতে পারেননি রোনালদো। ক্লাব বদলালেও এখনও তার চেয়ে বেশি বেতন পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কাতালান ক্লাবটির অধিনায়ক প্রতি মৌসুমে ৪০ মিলিয়ন ইউরো পান।


এছাড়া ফরাসি ক্লাব পিএসজিতে বছরে ৩৬.৮ মিলিয়ন ইউরো বেতন পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর একই ক্লাবের হয়ে খেলা বিশ্বকাপ জয়ী তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে বছরে বেতন পান ১৭.৫ মিলিয়ন ইউরো।


চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাবে পাড়ি দেন রোনালদো। ইতালিয়ান লিগের রেকর্ড ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলবদল করেছেন তিনি। জুভদের সঙ্গে তার চুক্তি চার বছরের।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com