শিরোনাম
রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৮
রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করার হিসেবে সাবেক সতীর্থ রোনালদোকে ছাড়িয়ে গেছেন বেনজেমা। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার।


২০১৮-১৯ মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন বেনজেমা। লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে চার গোল করেছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে নিজের দুই গোলের প্রথমটি করে কীর্তিটি গড়েন বেনজেমা।


লা লিগায় ৩৩ ক্লাবের বিপক্ষে মোট ১৩১ গোলের মালিক বেনজেমা আরেকটি কীর্তি গড়েছেন যা রোনালদো গড়তে পারেননি। লিগে যে ৩৩ দলের মুখোমুখি হয়েছেন পর্তুগিজ অধিনায়ক তার মধ্যে এই লেগানেসের বিপক্ষে কেবল গোল করতে পারেননি তিনি। কিন্তু গতরাতে গোল করে এই জায়গায় এগিয়ে গেছেন বেনজেমা।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com