শিরোনাম
স্পেনের তারকা ফুটবলার পিকে’র কারাদণ্ড
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৭
স্পেনের তারকা ফুটবলার পিকে’র কারাদণ্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ড্রাইভিং লাইসেন্স না থাকায় স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকেকে ৬ মাসের জেল-জরিমানা করেছেন আদালত।


শুক্রবার বিকালে গাড়ি নিয়ে রাস্তায় বের হন পিকে। রুটিন চেকের অংশ হিসেবে তাকে আটকায় ট্রাফিক পুলিশ। দেখাতে বলেন কাগজপত্র। তবে লাইসেন্স দেখাতে পারেননি তিনি। ফলে আদালতে মামলা ঠুকে দেন তারা।


স্পেনের আইন অনুযায়ী, একজন ড্রাইভারের থাকতে হয় ১২ পয়েন্ট। এর নিচে ১ নেমে গেলেই সেটা অপরাধ বলে গণ্য হয়। আর শূন্য হলে রাস্তায় গাড়ি নামাতেই পারেন না।


সেখানে লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়েছেন পিকে। অর্থাৎ তার পয়েন্ট ছিল শূন্য। স্প্যানিশ আইনে এটি গুরুতর অপরাধ। সেখানে এজন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানার উল্লেখ আছে।


পিকের এ ধরনের অপরাধ এবার প্রথম নয়। গেল বছরও গতিসীমা ভাঙার দায়ে শাস্তির মুখে পড়েন তিনি। ২০১৪ সালে ট্রাফিক পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা দেন বার্সা ডিফেন্ডার। এর ৩ বছর আগে একই ঘরানার অপরাধে দোষী হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com