শিরোনাম
শোয়েব আখতারকে টপকানোর দ্বারপ্রান্তে মাশরাফি
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩১
শোয়েব আখতারকে টপকানোর দ্বারপ্রান্তে মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারকে পেছনে ফেলার দ্বারপ্রান্তে মাশরাফি বিন মর্তুজা। এজন্য মাশরাফির দরকার আর মাত্র ৩টি উইকেট।


১৯০ ম্যাচে নড়াইল এক্সপ্রেসের উইকেট ২৪৫টি। অপরদিকে ১৬৩ ম্যাচে ২৪৭ উইকেট শিকার করেছেন রাওলপিন্ডি এক্সপ্রেস।


এ ছাড়া আসন্ন এশিয়া কাপে দারুণ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। আর মাত্র ৫টি উইকেট শিকার করতে পারলেই ওয়ানডেতে প্রথম বাংলাদেশী হিসেবে আড়াইশো উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন মাশরাফি।


বাংলাদেশী বোলারদের মধ্যে দুই শতাধিক ওয়ানডে উইকেট আছে আর মাত্র দুই জনের। ১৮৮ ম্যাচে ২৩৭ উইকেট সাকিব আল হাসানের আর ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।


ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরণ। ৩৫০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫৩৪। ওয়ানডেতে পাঁচশ’র (৫০২) উপরে উইকেট আছে আর শুধু ওয়াসিম আকরামের। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় মাশরাফির অবস্থান ২৬তম।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com