শিরোনাম
হকিতে মালয়েশিয়ার কাছে ধরাশায়ী বাংলাদেশ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ১৪:৩৩
হকিতে মালয়েশিয়ার কাছে ধরাশায়ী বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

র‌্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্যটা অনেক। মাঠের লড়াইয়েও তার প্রমাণ মিলেছে। এশিয়ান গেমসের গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল।


জাকার্তা-পালেম্বাং এশিয়াডে শুক্রবার শক্তিশালী মালয়েশিয়া ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বর দল লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের চেয়ে ২০ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তাই ম্যাচের এমনি ফল অনুমিতই ছিল।


আগের দুই ম্যাচে কাজাখস্তানের জালে ১৬ ও থাইল্যান্ডের জালে ১০ গোল দেয়া মালয়েশিয়াকে এদিন প্রথম কোয়ার্টারে বেঁধে রেখেছিল গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। তবে এরপর আর তাদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।


দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে সমান তিনটি করে গোল হজমের পর ম্যাচের শেষ মুহূর্ত আরও একটি গোল খায় বাংলাদেশ। জিমি-চয়নদের জালে ম্যাচের ১৮, ২২, ২৮, ৩১, ৩৮, ৪৪ ও ৫৯তম মিনিটে বল জড়ায় মালয়েশিয়া।


ফলে প্রথম দুই ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ ও কাজাখস্তানের বিপক্ষে ৬-১ গোলে জয়ের পর এবারের আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে আরো দুটি ম্যাচ বাকি তাদের। প্রতিপক্ষ পাকিস্তান ও থাইল্যান্ড।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com