শিরোনাম
শেষ ষোলোতে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ২০:২৪
শেষ ষোলোতে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়ান গেমসের ফুটবলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এরপর অপেক্ষা ছিল প্রতিপক্ষ দলের নাম জানার। নিশ্চিত হয়েছে সেটাও। শেষ ষোলোর লড়াইয়ে উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের।


সোমবার ‘এফ’ গ্রুপের ম্যাচে উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে সৌদি আরবকে ৩-০ গোলে হারিয়েছে কোরিয়ানরা। ফলে গ্রুপ রানার-আপ হিসেবে তারা উঠেছে শেষ ষোলোতে। আগামী শুক্রবার একই ভেন্যুতে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।


এর আগে রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ। ম্যাচের একদম শেষ মুহূর্তে অধিনায়ক জামাল ভূঁইয়ার লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।


‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারলেও পরেরটিতে ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জেমি ডে’র শিষ্যরা।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com