শিরোনাম
ইতিহাস গড়ে শেষ ষোলোতে বাংলাদেশ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ২০:২৭
ইতিহাস গড়ে শেষ ষোলোতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

র‌্যাংকিংয়ে যেখানে কাতার ৯৮তম স্থানে, সেখানে বাংলাদেশ রয়েছে ১৯৪তম স্থানে। সেই কাতারকে এশিয়ান গেমসের ফুটবলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। গড়েছে নতুন ইতিহাস। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ গ্রুপ পর্ব টপকে উঠে গেলো শেষ ষোলোতে।


রবিবার সন্ধ্যায় শক্তিশালী কাতারের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।


চারবছর পর বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশকে হারিয়ে চমক উপহার দিয়েছে বাংলাদেশ। এবারই প্রথম এশিয়ান গেমসে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ১৬-তে উঠল বাংলাদেশ। নক আউট পর্বে খেলার স্বাদ ইতিহাসে এই প্রথম পাচ্ছে তারা।


ইন্দোনেশিয়ার জাকার্তার প্যাট্রিওট চন্দ্রভাকা স্টেডিয়ামে এদিন গ্রুপের শেষ ম্যাচে ইনজুরি সময়ে জামাল ভুঁইয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সর্তীথ মাসুক মিয়া জনির পাস বল পেয়ে গোল করেন জামাল ভুইয়া। দেশকে উপহার দিলেন মনে রাখার মতো এক জয়।


এর আগে এশিয়ান গেমস ফুটবলে ১৯৮২ সালে মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ। ১৯৮৬ সালে নেপাল, ২০১৪ সালে আফগানিস্তানকে হারানোর তৃপ্তি পেয়েছিল দল। কিন্তু এবার সেই সাফল্যকেও ছাপিয়ে গেছেন বাংলাদেশের ফুটবলাররা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com