শিরোনাম
বার্সেলোনার দলপতি হলেন মেসি
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৭:৫৪
বার্সেলোনার দলপতি হলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্দ্রে ইনিয়েস্তার বার্সেলোনা ছাড়ার পর একটি প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসে। কে হচ্ছেন বার্সেলোনার নতুন অধিনায়ক! অবশেষে ঘোষণা হলো কাতালানদের নতুন অধিনায়কের নাম। শুক্রবার বার্সেলোনার নতুন অধিনায়কের আর্মব্যান্ড উঠল দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসির হাতে।


এর আগে বার্সেলোনার সহ অধিনায়ক হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন মেসি। ইনিয়েস্তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড তার হাতেই ছিল। ইনিয়েস্তা দল ছাড়ার পর অবধারিতভাবে মেসির নামই আসে অধিনায়ক হিসেবে। বার্সেলোনার সহ অধিনায়ক হিসেবে থাকছেন বুসকেতস।


অধিনায়ক হিসেবে মেসি ব্যর্থ তা বলা যাবে না। আর্জেন্টিনার ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছে মেসির নেতৃত্বেই। ওই আসরে মেসি দুর্দান্ত খেলেন। এছাড়া পর পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে যান অধিনায়ক মেসি। তবে আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা না জিততে পারলেও আর্জেন্টিনা বেশ ভালোই সামলাচ্ছেন বর্তমান ফুটবল বিশ্বের এই মহাতারকা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com