শিরোনাম
অ্যান্ডারসনের সুইংয়ের ১০৭ রানে শেষ ভারত
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১১:১৬
অ্যান্ডারসনের সুইংয়ের ১০৭ রানে শেষ ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন অ্যান্ডারসনের বিসাক্ত সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন ১০৭ রানে থমকে যায় ভারত। অতিথিদের ইনিংস টিকে মাত্র ৩৫.২ ওভার।


বৃষ্টির বাধায় ভেসে যায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন। বৃষ্টি পিছু ছাড়েনি দ্বিতীয় দিনও। শুক্রবারও লম্বা একটা সময় বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি।


প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে প্যাভিলিয়েন ফেরে টেস্টের এক নম্বর দল। জেমস পেলেন পাঁচ উইকেট। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে উইকেটে বল নড়তেই বেড়িয়ে পড়ে ভারতের কঙ্কালসার ব্যাটিং চিত্র।


লর্ডস টেস্টে প্রথম দিনটা বৃষ্টি ধুয়ে দিয়েছিল। দ্বিতীয় দিন বিরাট কোহলিদের ব্যাটিং ধুয়ে মুছে সাফ করে দিলেন জেমস অ্যান্ডরসন। দিনের শেষে ৩৬ বয়সী জেমসের ঝুলিতে বিজয়, রাহুল, রাহানেসহ আরো দুই উইকেট। ইংল্যান্ডের হয়ে বাকি কাজটা করে দেন পেসার ক্রিস ওকস। এজবাস্টনে ভারতীয় ব্যাটিংয়ের মুখ রক্ষা করেছিলেন কোহলি-হার্দিক। এদিন সেই দুই মহামূল্যবান উইকেট তুলে দিয়ে ভারতকে আইসিইউতে পাঠিয়ে দেন ওকস। বাকি তিনটি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ব্রড-কারন।



ওপেনিংয়ে শিখর ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুল এলেও ভারতীয় ব্যাটিংয়ের আকাশে জমা হওয়া কালো মেঘ এদিন সরল না। এই ওপেনার ফিরলেন মাত্র ৮ রানে। অপর ওপেনারের মুরালি বিজয়ের ইনিংস টিকল মাত্র পাঁচ বল। নামের পাশে শূন্য। মিডল অর্ডারে অধিনায়ক কোহলির প্রতি অতিনির্ভরতা কোন স্তরে গিয়ে দাঁড়িয়েছে অঙ্কিজা রাহানে-চেতেশ্বর পুজারাদের স্কোরকার্ড দেখলেই বোঝা যায়।


অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে রান আউট হয়ে ফেরেন পুজারা। সংগ্রহ মাত্র ১ রান। রাহানে ফেরেন ১৮ রানে। হার্দিক পান্ডিয়া ১১ আর দিনেশ কার্তিক ১। শেষ বেলায় রবিচন্দ্রন অশ্বিন ২৯ রান না করতে পারলে আরো বেশি লজ্জার মুখে পড়তে হতে পারত। ব্রডের এলবিডব্লিউয়ের শিকার হয়ে না ফিরলে ভারতের ঝুলিতে আরো বেশি রান হতো। দক্ষিণী অলরাউন্ডারের ক্যামিও ইনিংস ভারতের মান বাঁচায় বলা চলে। এরপরও যদিও ১০৭ রানে শেষ টেস্টের নম্বর ওয়ান দল।


আটে নেমে ৩৮ বলে চারটি চারে অশ্বিন করেন ২৯ রান। প্রথম ইনিংসে সেটাই সর্বোচ্চ।


২০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে লর্ডসে উইকেটের ‘সেঞ্চুরি’ হতে আর একটি উইকেট চাই এই অভিজ্ঞ পেসারের। ওকস ২ উইকেট নেন ১৯ রানে।


সংক্ষিপ্ত স্কোর:


ভারত ১ম ইনিংস: ৩৫.২ ওভারে ১০৭ (বিজয় ০, রাহুল ৮, পুজারা ১, কোহলি ২৩, রাহানে ১৮, পান্ডিয়া ১১, কার্তিক ১, অশ্বিন ২৯, কুলদীপ ০, শামি ১০*, ইশান্ত ০; অ্যান্ডারসন ৫/২০, ব্রড ১/৩৭, ওকস ২/১৯, কারান ১/২৬)


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com