শিরোনাম
১২ রানে জিতেছে বাংলাদেশ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ০৯:৪১
১২ রানে জিতেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজের দ্বিতীয় টি-২০’তে ১২ রানের জয় পেল বাংলাদেশ।


ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের লক্ষ্য দেয়ার পর বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেয় তারা ৬০ রানের মধ্যে। কিন্তু আন্দ্রে ফ্লেচার এই ধাক্কা সামাল দেন রভম্যান পাওয়েলকে নিয়ে। এই ওপেনার আউট হলে আর পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ।


শেষ ওভারে ১৫ রান দরকার ছিল তাদের। নাজমুল ইসলাম দুই উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দেন ১২ রানের জয়।


ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।


দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান প্রথম দুটি বল ওয়াইড দেন। তবে ঠিক উইকেট পেয়ে যান তিনি। ১.২ ওভারে এভিন লুইসকে ১ রানে নিজের শিকার বানান বাঁহাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ ১৭ রানে আন্দ্রে রাসেলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান।


পরের ওভারে সাকিব বিদায় করেন মারলন স্যামুয়েলসকে। মাত্র ১০ রানে লিটন দাসকে ক্যাচ দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। দিনেশ রামদিন বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আন্দ্রে ফ্লেচারকে। রুবেল হোসেন তাকে ৫ রানে এলবিডাব্লিউ করেন।


তারপর পাওয়েলকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ফ্লেচার। ৩৬ রানে এই ওপেনার জীবন পান ১৪তম ওভারে। ডিপ মিড উইকেটে তার ক্যাচ ফেলে দেন আরিফুল হক। জীবন পেয়েও হাফসেঞ্চুরি করতে পারেননি ক্যারিবিয়ান ওপেনার। নাজমুল ইসলামের তৃতীয় ওভারে ৩৮ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৩ রানে সাকিবকে ক্যাচ দেন ফ্লেচার।


এরপর সাকিব ফেরান কার্লোস ব্র্যাথওয়েটকে, আর ১৯তম ওভারে পাওয়েলকে ৪৩ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান।


তার আগে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান যখন ব্যর্থ হলেন, তখন ক্রিজে দাঁড়িয়ে যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জুটিতে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন তারা।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুজনেই পেয়েছেন ফিফটি তাতে ৫ উইকেটে ১৭১ রান বাংলাদেশের।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২০ ওভারে ১৭১/৫ (লিটন ১, তামিম ৭৪, মুশফিক ৪, সৌম্য ১৪, সাকিব ৬০, মাহমুদউল্লাহ ১৩*, আরিফুল ১*; বদ্রি ০/১৪, নার্স ২/২৫, রাসেল ১/৩৩, পল ২/৩৯, উইলিয়ামস ০/২৯, ব্র্যাথওয়েট ০/২৯)।


ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫৯/৯ (ফ্লেচার ৪৩, লুইস ১, রাসেল ১৭, স্যামুয়েলস ১০, রামদিন ৫, পাওয়েল ৪৩, ব্র্যাথওয়েট ১১, নার্স ১৬, পল ২, উইলিয়ামস ০*, বদ্রি ১*; হায়দার ০/ ২৬, মুস্তাফিজ ৩/৫০, রুবেল ১/৩৫, সাকিব ২/১৯, নাজমুল ৩/২৮)


ফল: বাংলাদেশ ১২ রানে জয়ী


সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা


ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল


বিবার্তা/জাকিয়া


>>ওয়েস্ট ইন্ডিকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com