শিরোনাম
টিকে আছেন তামিম, সাকিব-মুশফিকের বিদায়
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ২১:৪০
টিকে আছেন তামিম, সাকিব-মুশফিকের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

৩০ বলে ১০ রান করা এনামুল হক বিজয় সাজঘরে ফেরার পর তামিম ইকবালকে দারুণভাবে সঙ্গ দিতে থাকা সাকিব আল হাসান নিজের ইনিংস বড় করতে পারেননি।


২৬তম ওভারের তৃতীয় বলে অ্যাশলে নার্সের বলে বাউন্ডারির দিকে তুলে মারতে গিয়ে কেমো পলের ক্যাচ হন বিশ্বসেরা অলরাউন্ডার। ৪৪ বলে ৩টি চারের সাহায্যে ৩৭ রান করেন এই বাঁহাতি।


এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫২। ৮৩ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল।


ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে টানা তিন ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে অবশ্য করেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার (১৩০)। আর দ্বিতীয় ম্যাচে করেন ৫৪ রান। তামিমের ফিফটির সঙ্গে ২৩তম ওভারে দলীয় শতক করে বাংলাদেশ।


এর আগে দশম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে তুলে মারতে গিয়ে কাইরেন পাওলের ক্যাচে পরিণত হন এনামুল হক বিজয় (১০)। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।


ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগাররা প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ওডিআই হেরে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। তবে এ ম্যাচ জিতলে বিদেশের মাটিতে দীর্ঘ নয় বছর পর সিরিজ জয়ের অপেক্ষার অবসান হবে সাকিব-তামিমদের।


বিবার্তা/তৌহিদ/সোহান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com