শিরোনাম
চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৩১৮ কোটি ডলার
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ০৯:৫৩
চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৩১৮ কোটি ডলার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২১তম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ছয় কেজি ওজনের সোনার ট্রফিটার সাথে প্রাইজমানি পাবে ৩৮ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ৩১৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা।


রানার্স-আপ দল পাবে ২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ২৩৪ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা।


এমন তথ্য দিয়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফা। আজ রবিবার বিশ্বকাপের ফাইনাল। সেখানে লড়বে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।


গত বছরের অক্টোবরে ফিফা জানায়, ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে।


২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন। অর্থাৎ চলতি বিশ্বকাপে পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন ডলার বেশি।


ফিফা আরো জানায়, বিশ্বকাপে সুযোগ পাওয়া সব দলই খরচ-বাবদ ১ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পাওয়া দলগুলো পাবে ৮ মিলিয়ন ডলার বেশি। শেষ ষোলো থেকে যে দলগুলো ছিটকে গেছে তারা পাবে ১২ মিলিয়ন ডলার।


কোয়ার্টার ফাইনাল থেকে যারা বাদ পড়েছে তারা পাবে ১৬ মিলিয়ন ডলার।


আর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ চতুর্থ দল ইংল্যান্ড পাবে ২২ মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া হ্যাজার্ড-লুকাকুদের বেলজিয়াম পাবে ২৭ মিলিয়ন ডলার।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com