শিরোনাম
রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসবেন মেসি
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৫:৫০
রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসবেন মেসি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে আসবেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এ মাসের শেষের দিকে তাঁর ঢাকায় আসার কথা রয়েছে।


রোহিঙ্গা শিশুদের কাছে শুভেচ্ছাদূত হিসেবে বড় তারকাদের নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ইউনিসেফ। এরই ধারবাহিকতায় মেসিকে এবার আনার চেষ্টা করছে সংস্থাটি। এমনকি মেসির সঙ্গে বাংলাদেশ সফরে আসতে পারেন বার্সেলোনার আরো কয়েকজন ফুটবল তারকাও।


এ উপলক্ষে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজন করারও কথা রয়েছে। তবে তা ঢাকায় নাকি কক্সবাজারে হবে তা নিয়েও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


কিছুদিন আগে ইউনিসেফের দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই অভিজ্ঞতা থেকে লিওনেল মেসির জন্য চাওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা।


উল্লেখ্য, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মত ঢাকায় এসেছিলেন লিওনেল মেসি।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com