শিরোনাম
ফিফার ফেসবুকে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ০৮:৫৯
ফিফার ফেসবুকে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের জন্য নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশকে তুলে ধরলো ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ যে বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে সেটি বিশ্বের কাছে তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা।


বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ। অতীতেও কখনো বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। অথচ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কিছু কার্যকলাপের ছবি পোষ্ট করেছে ফিফা।


ছবির ক্যাপশনে ফিফা লিখেছে, বিশ্বকাপে খেলার যোগ্যতা কখনো অর্জন করতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত সমর্থক ফুটবল জ্বরে ভুগছে। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবিও দিয়েছে ফিফা।


ক্যাপশনের সাথে চারটি ছবি পোষ্ট করেছে ফিফা। প্রথম তিনটি ছবিই বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের এবং চতুর্থ ও শেষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ছবি।


ওই পোস্টের পর ১৩ ঘন্টায় সর্বমোট ৪৫ হাজার লাইক পড়েছে। এছাড়া কমেন্ট বক্সে বিভিন্ন দেশের ফুটবল প্রেমীদের শুভেচ্ছার বার্তায় ভরপুর পোস্টটি।


রিকার্ডো চুনহা নামে এক ব্রাজিলিয়ান লিখেছে, বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থক দেখে আমি অবাক হয়ে গেছি। আমি আশা করবো ২০২২ সালে কাতারে বা প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com