শিরোনাম
‘ফুটবলে প্রতিশোধ বলে কোনো কথা নেই’
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ০০:০৪
‘ফুটবলে প্রতিশোধ বলে কোনো কথা নেই’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশম যাতেই হাত দেন তাতেই সোনা ফলে, ফুটবলে এটা অনেকটা প্রবাদের মতো। ক্যারিয়ারে কী পেয়েছেন না বলে বলা উচিত দিদিয়ের দেশম কী পাননি? প্লেয়ার হিসেবে জিতেছেন বিশ্বকাপ (১৯৯৮) ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (২০০০)। প্লেয়ার ও কোচ হিসেবে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সব ট্রফিই জিতেছেন তিনি। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্ব নেয়ার খেতাবটা এবার এসেছে তার কাঁধেই। রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া ফ্রান্সের এই কোচ।


ফ্রান্সের সবচেয়ে বড় সুবিধা কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তিনি। জীবনের প্রতিটা পর্যায় থেকে সঞ্চয় করেছেন অসংখ্য অভিজ্ঞতা। সেগুলোই কাজে লাগছে এখন। তাছাড়া গত কয়েক বছর ধরে দলটাকে গড়ে তুলেছেন দেশম। ২০১৬ ইউরো কাপে পর্তুগালের কাছে হেরে রানার্সআপ হয়েছে ফ্রান্স।


অনুশীলনের তাড়া আছে বলে সংবাদ সম্মেলন কক্ষে কোচের আগেই চলে এলেন ফ্রান্স দলের অধিনায়ক হুগো লরিস। কিন্তু শুরুতেই বিপত্তি ঘটালেন সংবাদ সম্মেলনের সঞ্চালক চেতন কুলকার্নি। ফিফায় কর্মরত এ ভারতীয় লরিসকে পরিচয় করিয়ে দিলেন বেলজিয়ামের অধিনায়ক হিসেবে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তখনো এসে পৌঁছাননি। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কোচ আসার আগে গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দিলেন ফরাসি গোলরক্ষক।


সংবাদ সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ার পর যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশম। তাকে করা সংবাদকর্মীদের শেষ প্রশ্নটা ছিল ‘প্রতিশোধ’ নিয়ে। বেলজিয়ামের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ফ্রান্স সব সময়ই পিছিয়ে। দুই দেশ এ পর্যন্ত ৭৩ বার মুখোমুখি হয়েছে। বেলজিয়াম জিতেছে ৩০টি, ফ্রান্স ২৪টি। জয়ে ৬ ম্যাচ এগিয়ে বেলজিয়াম।


এর মধ্যে দুই দলের সর্বশেষ ম্যাচটি অনেক দিন পীড়া দেবে ফরাসিদের। ২০১৫ সালের ৭ জুন প্যারিসে এক প্রীতি ম্যাচে খেলেছিল দুই দল। ঘরের মাঠে ৩-৪ গোলে হারে ফ্রান্স। এ ম্যাচটির কথা উঠলো সংবাদ সম্মেলনে। যোগ হলো ২০১৬ সালে ইউরো কাপের ফাইনালে পর্তুগালের কাছে হারের প্রসঙ্গটি। এখন আরেকটা ফাইনালে ওঠার সুযোগ। আগের এসব ঘটনা দেশম মনে রেখে মাঠে নামবেন কিনা-এসব।


তবে ফরাসিদের কোচ দিদিয়ের দেশম একদম উড়িয়ে দিয়েছেন ওসব। তিনি পরিষ্কার করেই বলেছেন ‘ফুটবলে প্রতিশোধ বলে কোনো কথা নেই। প্রতিশোধ শব্দটি আমি পছন্দও করি না।’ বরং ফ্রান্সের কোচ বেলজিয়ামকে বেশ সমীহ করেই সেন্ট পিটার্সবার্গে সেমিফাইনালে নামছেন।


‘বেলজিয়াম বিশ্বকাপের এই পর্যন্ত এমনি এমনিই আসেনি। তারা সর্বশেষ দুটি ম্যাচ দুর্দান্ত খেলেছেন। জাপানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে জিতেছে। অসাধারণ ফুটবল খেলেছে ব্রাজিলের বিরুদ্ধে। দলটির দারুণ গেম প্লানও আছে। তারা দ্রুত আক্রমণ করে। দলে অনেক কোয়ালিটি ফুটবলার আছে। তারপরও আমরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত। ফাইনালে খেলতে হলে তো তাদেরকে হারাতেই হবে’ -বলেছেন ফ্রান্সের কোচ দেশম।


ইউরো কাপের ফাইনালে হার প্রসঙ্গে দেশম বলেছেন,‘পর্তুগাল আর বেলজিয়াম এক নয়। ক্ষেত্রটাও এক নয়। এখন আমরা বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছি। সুতরাং ম্যাচ জিততে আমাদের সব চেষ্টাই করতে হবে।’


বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকুকে সামলানোর ফিজিক্যালি চ্যালেঞ্জ কতটা নিতে পারবেন ফ্রন্সের ডিফেন্ডাররা? এমন প্রশ্নের জবাবে দিদিয়ের দেশম বলেন, ‘লুকাকু আমাদের জন্য আলাদা কোনো ইস্যু নয়। আমাদের কাছে সে অন্য সব খেলোয়াড়ের মতোই। প্রত্যেক দলেরই উচুমানের খেলোয়াড়রা বিশ্বকাপ দলে। সবাইকে সবার সামলানোর দক্ষতা থাকতে হবে।’


দুই দলেই বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা ইংলিশ লিগের দল টটেনহাম হটসপারে খেলেন। তারা পরস্পর সম্পর্কে জানেন বলেও উল্লেখ করেছেন ফ্রান্সের কোচ।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com