শিরোনাম
সেমিফাইনাল লাইন-আপ ও সূচি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১২:১০
সেমিফাইনাল লাইন-আপ ও সূচি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২১তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করেছে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে, ব্রাজিল, সুইডেন ও স্বাগতিক রাশিয়া।


আগামী ১০ জুলাই থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই।


প্রথম সেমিফাইনাল:


ফ্রান্স বনাস বেলজিয়াম (৬১তম ম্যাচ)
ভেন্যু: সেন্ট পিটার্সবার্গ
তারিখ: ১০ জুলাই, মঙ্গলবার
সময়: বাংলাদেশ সময় রাত ১২টা।


দ্বিতীয় সেমিফাইনাল:


ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (৬২তম ম্যাচ)
ভেন্যু : মস্কো
তারিখ: ১১ জুলাই, বুধবার
সময় : বাংলাদেশ সময় রাত ১২টা।



উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায় ফ্রান্স। কাজানে অন্য কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারায় বেলজিয়াম। এই জয়ে শেষ চারে উঠে বেলজিয়াম।


সামারাতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সহজ জয় পায় ইংল্যান্ড। ২-০ গোলে সুইডেনকে হারিয়ে সেমির টিকিট কাটে ইংলিশরা।


সোচিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ২-২ সমতা বিরাজ করে রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচে। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ক্রোয়েশিয়া ৪-৩ গোলে হারায় রাশিয়াকে।


এবারো বিশ্বকাপে রাজত্ব ইউরোপের। আরো একবার অল ইউরোপিয়ান সেমিফাইনাল দেখবে বিশ্বকাপ। ২০০২ সালে শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি গিয়েছিল ইউরোপের বাইরে। সেবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল।


এর পর ইতালির (২০০৬) হাত ধরে শুরু হয়েছিল, এরপর স্পেন (২০১০) এবং সর্বশেষ জার্মানি (২০১৪) বিশ্বকাপ জয়ী হয়। এবারও রাশিয়া বিশ্বকাপের লাগামটাও ইউরোপীয়দের দখলে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com