শিরোনাম
রাতে মাঠে নামছেন মার্সেলো
প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ১৫:৫৯
রাতে মাঠে নামছেন মার্সেলো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সার্বিয়ার বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে বসেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো।


শুক্রবার রাত ১২টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে রক্ষণভাগের এই শক্ত খেলোয়াড়কেই মাঠে পাচ্ছে ব্রাজিল। সার্বিয়া এবং মেক্সিকো ম্যাচে মার্সেলোর জায়গায় দলে এসেছিলেন ফিলিপে লুইস।


বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামার বিষয়ে ব্রাজিলের কোচ সাংবাদিকদের জানান, আমি মার্সেলো ও ফিলিপ লুইসের সঙ্গে কথা বলেছিলাম। দুটো ম্যাচে লুইস খুব ভালো খেলেছে। কিন্তু মার্সেলো ফিরে আসছে।


আসলে এবারের বিশ্বকাপে অঘটন ঘটিয়ে বিশ্বকাপের আসরের বাইরে গেছে ফুটবল বিশ্বের অনেক বড় দল। তাই দল গঠনে কোনো ফাঁক রাখতে চাইছেন না কোচ তিতে।


সার্বিয়ার সঙ্গে ম্যাচের শুরুতেই পিঠে ব্যাথা অনুভব করেন মার্সেলো। এরপর মাঠ ছাড়েন ব্রাজিল রক্ষণের অন্যতম শক্তিশালী এই অস্ত্র।


সার্বিয়া ম্যাচে মার্সেলোর মাঠ ছাড়ার পর প্রশ্ন উঠেছিল, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কি খেলতে পারবেন মার্সালো? টুইট করে এই তারকা ডিফেন্ডার জানিয়েছিলেন কোনো সমস্যা নেই, তিনি ফিট। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে তাকে অবশ্য দলে রাখেনি ব্রাজিল।


বিশ্বকাপের নক-আউট পর্বে মেক্সিকোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার ব্যাপারে মরিয়া ছিলেন মার্সেলো। কিন্তু তার চোট নিয়ে শঙ্কিত কোচ তিতে জানিয়েছিলেন, ও অনুশীলনে এসেছিল। দলের সঙ্গে অনুশীলনও করেছে। ওর সঙ্গে কথা হয়েছে। জানতে চেয়েছিলাম ওকে দলের জন্য বিবেচনা করব কি না। মার্সেলো আমাদের জানিয়েছে ও খেলতে চায়। কিন্তু আমাদের মনে হয়েছে শারীরিক অবস্থা নিয়ে কিছু গোপন করতে চাইছে ও। এটা করা স্বাভাবিকও। দলের প্রতি ওর ভালোবাসা অন্য রকম। ও এই ম্যাচ খেলতে চাইলেও আমি কোনো ঝুঁকি নিতে চাই না।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com