শিরোনাম
বাতিল হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ!
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৮
বাতিল হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ বাতিল করতে যাচ্ছে ভারত! এমন খবরেই এখন তোলপাড় ভারতের সংবাদ মাধ্যম। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি লোধা কমিটির সাথে দ্বন্দ্ব চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।


৮০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম এমন সংকটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোধা কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে দ্বন্দ্বে গতকাল সোমবার আটকে (ফ্রিজ) দেয়া হয়েছে তাদের ব্যাংক হিসাব।


এই কমিটি সম্প্রতি বিসিসিআইয়ের ব্যাংককে নির্দেশ দিয়েছে বিসিসিআইয়ের অ্যাকাউন্ড স্থগিত করতে। বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই অবস্থায় ভারত-নিউজিল্যান্ড সিরিজ বাতিল করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। সিরিজের একটি টেস্ট ও ৫টি ওয়ানডে এখনো বাকি।


লোধা কমিশনের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বলেছেন, ‘অর্থ না থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিতই ঘোষণা করতে হবে। খেলোয়াড়েরা যদি টাকা না পেয়ে খেলতে রাজি থাকে, তাহলে আমাদেরও খেলা চালিয়ে যেতে আপত্তি নেই।’


ভারতীয় বোর্ডের দুটো অ্যাকাউন্ট আছে। একটা মহারাষ্ট্র ব্যাংকে, একটা ইয়েস ব্যাংকে। এই দুটো ব্যাংকেই সোমবার চিঠি পাঠিয়ে লোধা বলে দেন, বোর্ডের তরফে কোনও লেনদেনের যেন অনুমতি না দেয়া হয়।


এদিকে লোধা কমিশনের প্রধান বিচারপতি লোধা এনডিটিভিকে বলেছেন, ‘আমরা যে চিঠিতে ব্যাংক হিসাব বন্ধ করার নির্দেশ জারি করেছি, সেখানে পরিষ্কারভাবেই লেখা আছে, বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করা যাবে। খেলোয়াড়দের বেতন, সিরিজ পরিচালনা, এগুলো বোর্ডের দৈনন্দিন কার্যক্রমেরই অংশ।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com