শিরোনাম

বিশ্বকাপ

প্রথমার্ধে গোলশূন্য সেনেগাল-কলম্বিয়া
প্রকাশ : ২৮ জুন ২০১৮, ২১:০৯
প্রথমার্ধে গোলশূন্য সেনেগাল-কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেনেগালের চাই ড্র, কলম্বিয়ার জয়। এই লক্ষ্য নিয়ে মাঠের লড়াইয়ে দু’দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।


নিজেদের প্রথম খেলায় পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া সেনেগাল দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। আগের দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে দ্বিতীয় পজিশনে থাকা সেনেগালের আজ ড্র করলেও নকআউট পর্বের খেলা নিশ্চিত হবে। তবে গ্রুপসেরা হতে হলে জয়ের বিকল্প নেই তাদের।


অন্যদিকে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ এইচে নিঃসন্দেহে শক্তিশালী দল কলম্বিয়া। নিজেদের প্রথম খেলায় ২-১ গোলে জাপানের বিপক্ষে হেরে যাওয়া দলটি দ্বিতীয় ম্যাচেও ৩-০ গোলে পোল্যান্ডের বিপক্ষে জয় লাভ করে।


আগের দুই খেলায় ৩ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে রয়েছে আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত দেশ কলম্বিয়া। শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে তারা। আজকের ম্যাচে জিততে না পারলেও ড্র করে গ্রুপ পর্বের বাধা উতরাতে পারে কলম্বিয়া।


জয় না পেলে সমীকরণ অনুসারে কলম্বিয়া আজ ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। সেজন্য গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে জাপানকে। নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে কলম্বিয়ার সামনে তাই জয়ের কোনো বিকল্প নেই।


সেনেগাল একাদশ : খাদিম এনদিয়াই (গোলরক্ষক), গাসামা কালিদু কোলিবালি, সালিফ সানে, ইউসুফ সাবালি, গানা, আলফ্রেড এনদিয়ে, এমবায়ে নিয়াং, ইসমাইলা সার, কাইয়ুতে, সাদিও মানে ও, কাইতা বালদে।


কলম্বিয়া একাদশ : ডেভিড ওসপিনা (গোলরক্ষক), ইয়ারি মিনা, স্যান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মজিকা, কার্লস সানচেজ, ডেভিড সানচেজ, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, উরিবে, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেশ রড্রিগেজ এবং রাদামেল ফ্যালকাও।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com