শিরোনাম
রাশিয়া বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শক সংখ্যা এক মিলিয়ন ছাড়ালো
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১২:৫৪
রাশিয়া বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শক সংখ্যা এক মিলিয়ন ছাড়ালো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান রাশিয়া বিশ্বকাপে অষ্টম দিন পর্যন্ত স্টেডিয়ামে দর্শক উপস্থিতির সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে জানালো ফিফা। ইতোমধ্যে সেই সংখ্যা আরও বেড়েছেও। কারণ অষ্টম দিনের পরই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে। তাদের খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।


এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টুর্নামেন্টের অষ্টম দিন ও ২১তম ম্যাচে স্টেডিয়ামে খেলা দেখা দর্শকদের সংখ্যা এক মিলিয়ন হয়। ২১তম ম্যাচটি ছিলো ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার। ঐ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিটি ম্যাচেই গড়ে প্রায় ৪৮ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলো।’


আরো অবাক করা তথ্য দিয়েছে ফিফা। সেটা হলো,‘এবারের আসরে আজ শনিবার অবধি মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচেই গ্যালারি পরিপূর্ণ ছিলো। অর্থাৎ, ঐ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৮ হাজার ১১ জন। রাশিয়া-সৌদি আরব, জার্মানি-মেক্সিকো ও পর্তুগাল-মরক্কো ম্যাচে ধারণক্ষমতা ছিলো ভরপুর।’


ফিফা আরো জানায়, ‘বিশ্বকাপের প্রথম সাতদিনেই ২ দশমিক ৫ মিলিয়ন মানুষ ফিফা ফ্যান সাইট পরিদর্শন করে।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com