শিরোনাম
শেষ মুহূর্তে উরুগুয়ের কাছে ধরাশায়ী মিসর
প্রকাশ : ১৫ জুন ২০১৮, ২০:২৬
শেষ মুহূর্তে উরুগুয়ের কাছে ধরাশায়ী মিসর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেষ মুহূর্তের গোলে মিসরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়ে। দুই দলের দুই মূল তারকাই এদিন মাঠে ছিলেন না। মিসর দলের প্রাণভোমরা যদি মোহাম্মদ সালাহ হন, তবে উরুগুয়ের মূল ভরসাও তো লুইজ সুয়ারেজ। এ দুজনই আজ মাঠে অনুপস্থিত ছিলেন। তবে দুই তারকার অনুপস্থিতিতে সমতা থাকলেও খেলায় সমতা থাকেনি।


এটুকু পড়ে ভ্রু কুচকে উঠছে? সালাহ যে একাদশে নেই সেটা সবাই জেনে গেছেন ম্যাচের আগেই। কিন্তু সুয়ারেজকে তো মাঠে নামতে দেখেছেন অনেকেই। দুই দলের মধ্যে প্রীতি সূচক হাত মেলানোর সময়ও ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু এর পর মাঠে যা করেছেন, তাতে না-থাকলেই হয়তো ভালো করতেন। তিনটি সহজতম সুযোগ নষ্ট করেছেন বলেই নয়, সতীর্থরা আক্রমণে ওঠার সময় যখনই তাঁর কাছে বল দিয়েছেন, সেটা নষ্ট হয়েছে সুয়ারেজের কারণেই।


তবু উরুগুয়ে জয় পেল কেন? কারণ হার না মানা মানসিকতা। মাঠের খেলায় দুই দল ছিল সমতায়, শুধু খেলার সৌন্দর্য চিন্তা করলে সালাহবিহীন মিসরই এগিয়ে ছিল। কিন্তু গোলের সুযোগে এগিয়ে ছিল উরুগুয়ে। আর বারবার আক্রমণ করার মানসিকতা শেষ পর্যন্ত ধরে রাখার ফলেই এল গোল। ৮৮ মিনিটে এডিনসন কাভানির দুর্দান্ত এক ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে এলেও মনোবল হারায়নি। পরের মিনিটেই বাঁ প্রান্তে ফ্রি কিক আদায় করলেন হোসে হিমেনেজ। কার্লোস সানচেজের ক্রস থেকে হেডটা হিমেনেজই নিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com