শিরোনাম
রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত সৌদি
প্রকাশ : ১৪ জুন ২০১৮, ২৩:১৪
রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত সৌদি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচে মাঠে নেমেছে রাশিয়া ও সৌদি আরব। ম্যাচের ১২ মিনিটে আলেক্সান্দর গোলোভিনের ক্রস থেকে ইউরি গাজিনস্কিয়ি হেড দিয়ে রাশিয়াকে এগিয়ে দেন।


বদলি খেলোয়াড় হিসেবে নামা দেনিস চেরিশেভ ৪৩ মিনিটে সৌদির বক্সে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করলে ২-০’তে এগিয়ে যায় স্বাগতিকরা। তার এ গোলের পর জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাশিয়া।


দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে রাশিয়া। ফলস্বরূপ ৭১ মিনিটে আর্তেম জিউবার হেডের গোল থেকে ৩-০’তে এগিয়ে যায় তারা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে চেরিশভ নিজের দ্বিতীয় গোল উদযাপন করলে রাশিয়া এগিয়ে যায় ৪-০’তে।


রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। নিচে পাঠকদের জন্য দু’দলের শুরুর একাদশ দেওয়া হলো।
রাশিয়ার একাদশ


গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।


সৌদি আরবের একাদশ


গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com