শিরোনাম
অথচ এই মেয়েরা কোনো ম্যাচ ফি-ই পেতেন না!
প্রকাশ : ১০ জুন ২০১৮, ২১:৪১
অথচ এই মেয়েরা কোনো ম্যাচ ফি-ই পেতেন না!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চার দিনের ম্যাচ হলেও ছেলেরা জাতীয় লিগে গড়ে ম্যাচ ফি পান গড়ে ২০–২৫ হাজার টাকা অথচ তার বিপরীতে বাংলাদেশের মেয়েদের নাকি আগে ম্যাচ ফি-ই দেয়া হতো না।


ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসার পর সালমা-রুমানারা এই বছরে আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন কি না সেটি অনিশ্চিত। আন্তর্জাতিক সূচির দীর্ঘ বিরতি কাজে লাগাতে আট বিভাগীয় দল নিয়ে কক্সবাজারে আগামী মাসের ১৬ তারিখ মেয়েদের জাতীয় লিগের আয়োজন করছে বিসিবি। কিন্তু চমকে উঠবেন ৫০ ওভারের টুর্নামেন্টে খেলোয়াড়দের ম্যাচ ফির অঙ্কটা জেনে।


বাংলাদেশ মহিলা ক্রিকেটের চেয়ারম্যান আবদুল আওয়াল বললেন, লিগের মান বাড়াতে যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচ বোর্ডই দেবে। খেলোয়াড়েরা ম্যাচ ফি পাবেন ৬০০ টাকা।


টাকার অঙ্কটা অবিশ্বাস্য মনে হওয়ায় ফের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ মহিলা ক্রিকেটের চেয়ারম্যান আগের কথারই পুনরাবৃত্তি করলেন, ৬০০ টাকাই। আগে তো ম্যাচ ফি-ই ছিল না। গতবার থেকে চালু হয়েছে।


ক্রিকেট-বাণিজ্যে যে বোর্ডের অবস্থান এখন প্রথম সারিতে, যে বোর্ড ছেলেদের ক্রিকেটে কোটি কোটি টাকা ব্যয় করতে পারে অনায়াসে, তাদের মেয়েদের ক্রিকেটের এমন দৈন্যদশা!


আবদুল আওয়াল একটা ব্যাখ্যা দাঁড় করালেন, আইসিসির কাছ থেকে কোনো অনুদান পাই না। বোর্ডই বাজেট দেয়। প্রতিবছর মেয়েদের জন্য ১০ শতাংশ বাজেট বাড়ানো হয়। এতে আর কত বাড়ে? তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ছেলেদের ক্রিকেটে স্পনসর মানি আসে কোটি কোটি টাকা। মেয়েদের ক্ষেত্রে সেভাবে কেউ এগিয়ে আসছে না। বড় বড় কোম্পানির কাছে গিয়েছি। কেউ এগিয়ে আসেনি।


তবে ছেলেদের মতো মেয়েদেরও নির্দিষ্ট বেতনকাঠামো আছে। এ, বি ও সি—তিন শ্রেণিতে ৩০, ২০ ও ১০ হাজার করে মোট ১৭ জন খেলোয়াড় বেতন পান। বর্তমানে ওয়ানডেতে ছেলেদের ম্যাচ ফি ২ লাখ হলেও মেয়েদের সেটি গড়ে ৮ হাজার টাকা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com