শিরোনাম
শিরোপা থেকে ১১৩ রান দূরে বাংলাদেশ
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৩:৫৪
শিরোপা থেকে ১১৩ রান দূরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু অভিজ্ঞ হারমনপ্রিত কাউরের ব্যাটে বিপর্যয় সামলে ১১৩ রানে লক্ষ্য দাঁড় করালো ভারতের মেয়েরা।


রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১, গাজী টিভি। যদিও এবারে নারীদের এশিয়া কাপের আগের ম্যাচগুলো কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।


ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে মহানন্দাকে রান আউটের ফাঁদে ফেলে উল্লাসের শুরু। এরপর ২৬ রানে দীপ্তি শর্মা, ২৮ রানে মিতালি রাজ, ৩২ রানে আনুজা পাতিল ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ভারত। সেখান থেকে অন্যপ্রান্তে উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন হারমনপ্রীত।


শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ইনিংসের শেষ বলে ফেরত যান হারমনপ্রীত। ৫৬ রানের ইনিংসে ৭টি দর্শনীয় চার মারেন হারমনপ্রীত।


বাংলাদেশের পক্ষে রোমানা ও খাদিজা ২টি এবং সালমা ও জাহানারা ১টি করে উইকেট লাভ করেন।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com