শিরোনাম
এশিয়া কাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১২:২২
এশিয়া কাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যদিও গ্রুপ পর্বে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।


রবিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১ ও গাজী টিভি। যদিও এবারে নারীদের এশিয়া কাপের আগের ম্যাচগুলো কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।


এশিয়া কাপের ছয় আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ভারত। অন্যদিকে এবারই প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাই বলা চলে একেবারেই অনভিজ্ঞ একটি দল বাংলাদেশ।


যদিও ফাইনালের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সুখকর নয়। কারণ ফাইনাল মানেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পুরুষ ক্রিকেটে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ইতিহাস পর্যালোচনা করলে নারীদের সামনে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে।


এবারের এশিয়া কাপও হচ্ছে গত দুই আসরের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগের চার আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। আগে পরের সব আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চারবার ফাইনালে গিয়েছিল শ্রীলঙ্কা আর বাকি দুইবার ফাইনাল খেলেছে পাকিস্তান।


এশিয়া কাপে খেলার আগে অবশ্য বাংলাদেশের নারীদের সাফল্যেরকাঠি ছিল শূন্যের কোঠায়। কারণ এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী দল। তবে সেই হারের হতাশা এশিয়া কাপের মঞ্চে এসে ভুলিয়ে দিল সালমারা। টানা জয়ের মধ্যে দিয়ে প্রথমবারের মতো এমন আসরের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।


সবমিলিয়ে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া গিয়ে, দুর্দান্ত খেলেই সেই স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ নারী দল। সামনে সুযোগ এবার প্রথমবারের মতো দেশের হয়ে কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার। দেখার বিষয় ফাইনাল খেলার স্বপ্নপূরণের আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল জয় করতে পারে কিনা বাংলাদেশ।


ইতিহাস গড়ে ফাইনালে ওঠা বাংলাদেশ এবার ভারতকে হারিয়ে নতুন ইতিহাসটা গড়েই ফেলুক এই প্রত্যাশায় পুরো জাতি।


আরো পড়ুন:


ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com