শিরোনাম
তিউনিশিয়াকে উড়িয়ে দিয়েছে স্পেন
প্রকাশ : ১০ জুন ২০১৮, ০৬:৩৫
তিউনিশিয়াকে উড়িয়ে দিয়েছে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়াগো আসপাসের গোলে ১-০ ব্যবধানে তিউনিশিয়াকে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জিতেছে স্পেন।


রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে শনিবার গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্পেন। ইসকো, দাভিদ সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তারা গোলরক্ষককে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি।


অন্যদিকে তিউনিশিয়ার তিনটি প্রচেষ্টার মধ্যে দুটি গোলমুখে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।


দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ৫৫তম মিনিটে লুকাস ভাসকেসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জর্দি আলবা। একটু পর সিলভার শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।


৮৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। দিয়েগো কস্তার শেষ মুহূর্তে বাড়ানো ব্যাক পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন আসপাস। এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।


আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।


ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামার সঙ্গে ‘জি’ গ্রুপে আছে তিউনিশিয়া। আগামী ১৮ জুন প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com