শিরোনাম
মেসিদের জন্য ৩ টন খাবার পাঠালো আর্জেন্টিনা
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৯:৪৪
মেসিদের জন্য ৩ টন খাবার পাঠালো আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার মাটিতে পা রাখার আগেই আর্জেন্টিনার ফুটবলারদের জন্য ৩ টন খাবার পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।


রাশিয়া বিশ্বকাপের ৫ দিন আগেই মেসিদের সবরকম সুবিধা আগেভাআগেই নিশ্চিত করতে শনিবার এ খাবার পাঠিয়েছে এএফএ।


এদিন রাশিয়ায় পা রাখার কথা রয়েছে আর্জেন্টিনা দলের। এরপর মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে অনুশীলন শুরু করবে শিরোপা প্রত্যাশী দলটি।


বিশ্বকাপের আসরে প্রতিটি দলই খাবার নিয়ে খুঁতখুঁতে থাকে। ভুল করে কিংবা উপাদেয় খাবার না পেয়ে এমন কোনো খাবার কেউ খেতে চায় না; যে কারণে তার মাঠে নামা বন্ধ হয়ে যায়। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও কোনো ঝুঁকি নেয়নি।


রাশিয়ায় পা রেখেই যাতে মেসি-হিগুয়েইন যেন তাদের দেশের প্রচলিত খাবারই খেতে পারেন সে জন্যই আগেভাগে খাবার পাঠানো হয়েছে। রাশিয়ায় আর্জেন্টিনার কূটনৈতিক রিকার্দো লাগোরিও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


মেসিদের জন্য কী ধরণের খাবার এসেছে প্রশ্নে জবাবে রিকার্দো লাগোরিও জানিয়েছেন, আর্জেন্টিনায় প্রচলিত প্রায় সব খাবার যেমন - গরু, শূকর, সেদ্ধ করা কনডেনসড মিল্ক ইত্যাদি পাঠানো হয়েছে। যার সম্মিলিত পরিমাণ দাঁড়িয়েছে ৩টন।


ব্রোনিৎসিতে রাজসিক সব সুবিধা পাবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচতারকা হোটেল, অনুশীলনের জন্য ফুটবল মাঠ, সাঁতার ও ব্যায়ামের জন্য অলিম্পিক সাইজ সুইমিং পুল এমনকি স্টিম বাথের ব্যবস্থাও থাকছে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com