শিরোনাম
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৫:২৮
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক দেশটির বিপক্ষে ৭১ রানের জয়ে প্রথমবারের মতো এশিয়ার নারী ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনাল নিশ্চিত করলো সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।


কুয়ালালামপুরে চলমান এই টুর্নামেন্টে শনিবার ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করতে সক্ষম হয় মালয়েশিয়ার নারীরা।


বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ। স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক উইনি ফ্রেড দুরাইসিংহাম।


এদিন টস জিতে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।


দলের হয়ে শামিমা সুলতানা ৫৪ বলে ৪৩, আয়েশা রহমান ২৭ বলে ৩১ ও ১২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন। মালয়েশিয়ার দুরাইসিংহাম দুটি ও শাশা আজমি নেন একটি করে উইকেট।


চলতি আসরে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা দেখায় সালমার দল। এর পর থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে চলে যায় বাঘিনীরা।


আগামীকাল রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com