শিরোনাম
৩ উইকেটে ভারতকে হারালো সালমা-রুমানারা
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১৫:৩৪
৩ উইকেটে ভারতকে হারালো সালমা-রুমানারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারীদের এশিয়া কাপে পাকিস্তানের পরে এবার ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রইলো বাংলাদেশ।


বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের ছুড়ে দেয়া ১৪২ রানের টার্গেট বাংলাদেশ ছুঁয়ে ফেলে ১৯.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে নারীদের এশিয়া কাপ। আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় সালমাবাহিনী।


বাংলাদেশ ৪৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর জুটি বাঁধেন রুমানা আহমেদ ও ফারজানা হক। তারা দুজন চতুর্থ উইকেটে ১১.৫ ওভারে ৯৩ রান তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ফারজানা ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ রানে ও রুমানা ৩৪ বলে ৬ চারে ৪২ রানে অপরাজিত থাকেন।


ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। আর ৭৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ২৪তম জয়। আর আগে ৮ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে প্রত্যেকটিতেই হার মেনেছে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ১৪১/৭ (২০ ওভারে)
বাংলাদেশ : ১৪২/৩ (১৯.৪ ওভারে)
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : রুমানা আহমেদ।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com