শিরোনাম
বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ০০:১৯
বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেরাদুনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল আফগানিস্তান। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতল আফগানিস্তান। আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানকে ১৩৫ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই জয় পায় স্বাগতিক দল।


দেরারদুনে প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলেই আউট হওয়া তামিম ইকবাল এদিন চেনা রূপে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে উপযুক্ত সঙ্গী পাননি তিনি ২২ গজে। রশিদের স্পিনে মাত্র ১৩৪ রান করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে। জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করে আফগানিস্তান।


আগামী বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।


ফিল্ডিংয়ে বাংলাদেশের শুরুটা হতে পারতো উদযাপন দিয়ে। প্রথম ওভারেই উইকেট পেতে পারতো তারা। নাজমুল ইসলাম অপুর তৃতীয় বলে মোহাম্মদ শাহজাদের ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসের দিকে ছুটেছিল বল। কিন্তু বাংলাদেশের উইকেটরক্ষক নিতে পারেননি ক্যাচ। অবশ্য আবু হায়দার রনি ৩৮ রানের জুটি ভাঙেন শাহজাদকে ফিরিয়ে। ১৮ বলে ৪টি চার ও ১টি ছয়ে ২৪ রান করেন আফগান ওপেনার।


তারপর বাংলাদেশ উসমান ঘানিকে ফিরিয়ে পেয়েছে দ্বিতীয় উইকেট। সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে এই ওপেনার করেন ১৯ রান। ৩১ বলে ২১ রান করে মিড অফে সৌম্যর ক্যাচ হন ঘানি। উইকেট নেন রুবেল হোসেন। ১৪তম ওভারের চতুর্থ বলে স্টাম্পিং হন আসগর স্তানিকজাই (৪)।


তারপর মোহাম্মদ নবীর সঙ্গে ২৬ বলে ৩৬ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন সেনওয়ারি। ৪১ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান করে মোসাদ্দেক হোসেনের কাছে ১৮তম ওভারের শেষ বলে বোল্ড হন তিনি।


শেষ ২ ওভারে আফগানদের দরকার ছিল ২০ রান। বেশি সময় ক্ষেপণ করেননি নবী। ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে রুবেলকে দুটি করে চার ও ছয় মেরে দলকে জেতান তিনি। শফিকউল্লাহর সঙ্গে মাত্র ৫ বলে ২০ রানের অপরাজিত জুটি ছিল তার। ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন নবী।


বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক নেন ২ উইকেট। একটি করে পান রনি ও রুবেল।


বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন তামিম। তারপর সেরা ২২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষ দিকে ১৪ বলে ২১ রানের ছোট ঝড় তোলেন রনি। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রশিদ। টানা দ্বিতীয় বার ম্যাচসেরার পুরস্কার হাতে পেলেন আফগান স্পিনার।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com