শিরোনাম
আসন্ন এশিয়া কাপে মেয়েদের দল ঘোষণা
প্রকাশ : ৩১ মে ২০১৮, ০৯:১৪
আসন্ন এশিয়া কাপে মেয়েদের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন এশিয়া কাপের জন্য মেয়েদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।


৬ দল নিয়ে টি-টোয়েন্টি ফরমেটের আসরটি বসতে যাচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বুধবার মেয়েদের এই দল ঘোষণা করেছে বিসিবি।


২০০৪ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মেয়েদের এশিয়া কাপ। ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৮ সালে ওয়ানডে ফরম্যাটে খেলা হলেও সবশেষ দুই আসর ২০১২ ও ২০১৬ তে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরমেটে।


গত দুইবারের মতো এবারের আসরও হবে টি-টোয়েন্টি। স্বাগতিক মালয়েশিয়াসহ অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তান।


বাংলাদেশ দল:
সালমা খাতুন(অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আকতার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম এবং শামিমা সুলতানা।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com