শিরোনাম
ফাইনালে সাকিবের হায়দারাবাদ
প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৭:৩৯
ফাইনালে সাকিবের হায়দারাবাদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ১১তম আসরের ফাইনাল উঠেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ।


শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দারাবাদ ১৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।


ফাইনালে হায়দারাবাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।


নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কলকাতা। উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ১৮ দশমিক ১ ওভার শেষে হায়দারাবাদের সংগ্রহ গিয়ে দাড়ায় ৭ উইকেটে ১৩৮ রান।


তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফগানিস্তানের রশিদ খান। ২টি চার ও ৪টি ছক্কায় মাত্র ১০ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে হায়দারাবাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪।


এ ছাড়াও সাকিব ২৪ বলে ২৮ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৩৫ ও শিখর ধাওয়ান ৩৪ রান করেন। কলকাতার বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব ২টি উইকেট নেন।


জবাবে দুর্দান্ত শুরু করে কলকাতার ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলে ফেলে তারা। শেষ ১০ ওভারে ৮২ রান প্রয়োজন পড়ে কলকাতার। কিন্তু এরপরই কলকাতার ব্যাটসম্যানদের চেপে ধরেন রশিদ ও সাকিব। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রানে থেমে যায় কলকাতা।


দলের পক্ষে অস্ট্রেলিয়ার ক্রিস লিন ৩১ বলে ৪৮ ও সুভমান গিল ২০ বলে ৩০ রান করেন। ম্যাচ সেরা রশিদ ৩, সাকিব ও ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট ২টি করে উইকেট নেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com