শিরোনাম
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রোমেরো
প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৫:৪৪
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রোমেরো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেসিদের এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো।


বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ভক্তদের জন্য দুঃসংবাদ। চোট সারাতে ডান হাঁটুতে সার্জারি করাতে হবে রোমেরোকে। তার পরিবর্তে আর্জেন্টিনা স্কোয়াডে ঠাঁই পেয়েছেন নিহুয়েল গুজমান।


৩১ বছর বয়সী এ খেলোয়াড় জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। টানা দুটি বিশ্বকাপে (২০১০ ও ২০১৪) সালে আর্জেন্টিনার হয়ে খেলেছেন দলে।



রোমেরোর ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়ে এলো আর্জেন্টিনার জন্য। সম্প্রতি প্রীতি ম্যাচে খুব বেশি ভালো অবস্থায় ছিল না আর্জেন্টাইনরা। গোল খেয়েছে বেশি। নাইজেরিয়ার কাছে ৪-২ ও স্পেনের কাছে প্রীতি ম্যাচে ৬-১ গোলে হেরেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


এই অবস্থায় বদলি হিসেবে গুজমান কতটুকু সামলাতে পারবেন সেটা সময়ই বলে দেবে। তবে ২০১৫ সালের পর মাত্র একবারই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ৩২ বছর বয়সী এই গোলকিপার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাত্র ৬বার।


বিশ্বকাপের আগে আগামী ২৯ মে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই স্কোয়াডে থাকবেন গুজমান।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com