শিরোনাম
আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক
প্রকাশ : ২৩ মে ২০১৮, ০৮:৩২
আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

৯০-এর দশকের পরে নিজ দেশে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইরাক। আগামী নভেম্বরে দেশের দক্ষিণাঞ্চলীয় শহর বাসরায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট এশিয়া ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশীপ।


মার্চে ইরাকের ওপর থেকে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের প্রায় তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর সে কারণেই ডব্লিউএএফএফের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবটি লুফে নেয় ইরাকী ফুটবল কর্তারা।


ইরাকী ফুটবল এসোসিয়েশনের মূখপাত্র কামেল জাগির বিষয়টি নিশ্চিত করে বলেছেন টুর্নামেন্টটিতে মধ্যপ্রাচ্যের ১২টি দেশ অংশ নিতে পারে। আর আন্তর্জাতিক কোন টুর্ণামেন্ট আয়োজনে অধীর আগ্রহে অপেক্ষায় থাকা ইরাক প্রমাণ করতে চায় এই ধরনের আয়োজনে তারা সব দিক থেকে প্রস্তুত।


আন্তর্জাতিক অঙ্গণে ফিরে আসার জন্য বেশ কয়েক বছর ধরে ইরাক নতুন স্টেডিয়াম নির্মাণ ও ইতোমধ্যেই নির্মিত স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়নে বেশ ব্যস্ত ছিল।


গত ২৮ ফেব্রুয়ারি বাসরার অত্যাধুনিক স্টেডিয়ামে ইরাক ও সৌদী আরবের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার পরে ফিফার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হয়।


১৯৯০ সালে কুয়েতের বিপক্ষে ম্যাচের পরে ঘরের মাঠে আর কোন প্রতিদ্বন্দ্বীতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ইরাক।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com