শিরোনাম
গেইল-রাহুল তান্ডবে উড়ে গেল কলকাতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ০১:৪১
গেইল-রাহুল তান্ডবে উড়ে গেল কলকাতা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারোতম আসরের ১৮তম ম্যাচে বৃষ্টি আইনে কিংস ইলেভেন পাঞ্জাব ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।


কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের ৪১ বলে ৭৪ ও অধিনায়ক দিনেশ কার্তিকের ২৮ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। পাঞ্জাবের বারিন্দার ও অস্ট্রেলিয়ার এন্ড্রু টাই ২টি করে উইকেট নেন।


জবাবে রাহুল ও গেইল ৫৮ বলে ১১৬ রানের সূচনা এনে দেন পাঞ্জাবকে। অবশ্য ৮ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ৯৬ রান আসার পর বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ফলে বৃষ্টি আইনে ১৩ ওভারে ১২৫ রানের টার্গেট পায় পাঞ্জাব।


রাহুল ৯টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৬০ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে ফিরেন গেইল। ৩৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন গেইল।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com