শিরোনাম
কোহলির অনন্য রেকর্ড
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২
কোহলির অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০তে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫ হাজার বা তার বেশি রানের রেকর্ড গড়লেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ১৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অপরাজিত ৯২ রান করে ব্যাঙ্গালুরুর হয়ে ছোট ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন কোহলি।


ব্যাঙ্গালুরুর হয়ে কোহলির রান এখন ৫ হাজার ৪৩ রান। এরমধ্যে আইপিএলে ১৫৩ ম্যাচে করেছেন ৪৬১৯ রান। যা আইপিএলের ইতিহাসে একজন ব্যাটসম্যানের হয়ে সবচেয়ে বেশি রান। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেই ৯২ রানের ইনিংস খেলে সুরেশ রায়নাকে ছাড়িয়ে যান কোহলি। রায়নার রান এখন ৪৫৫৮।


আইপিএল ছাড়াও ব্যাঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪২৪ রান করেছেন কোহলি। ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com