শিরোনাম
৪’শ উইকেটের মাইলফলকে স্টুয়ার্ট ব্রড
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১১:৪৬
৪’শ উইকেটের মাইলফলকে স্টুয়ার্ট ব্রড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন পেসার স্টুয়ার্ট ব্রড।


অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিনে টম লাথামের উইকেট পেয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।


দিবা-রাত্রির এ টেস্টে সান্ধ্যকালীন বিরতির পর প্রথম ওভারেই ৩১ বছর বয়সী ব্রডের বলে মিড উইকেটে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন লাথাম।


প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ৫৮রানে গুটিয়ে যাওয়ার পর লাথামের উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯২/২।


৩৯৯ উইকেট নিয়ে নিজের ১১৫তম টেস্ট খেলতে নামেন ব্রড। ২৬ রান করা লাথামকে আউট করার মাধ্যমে ক্যারিয়ারের চারশ উইকেট পূর্ণ করলেন এ ইংল্যান্ড পেসার।


টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী জেমস এন্ডারসন। ১৩৪ টেস্টে তার মোট উইকেট ৫২২।


লংগার ভার্সনে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পঞ্চদশ স্থানে নাম লেখালেন ব্রড। সবার উপরে রয়েছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন।


টেস্ট ক্রিকেটে শীর্ষ পাঁচ উইকেট শিকারী:
মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা) ৮০০ উইকেট
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৭০৮ উইকেট
অনিল কুম্বলে (ভারত) ৬১৯ উইকেট
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেরিয়া) ৫৬৩ উইকেট
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৫২২ উইকেট


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com