শিরোনাম
প্রথম রাউন্ড থেকেই বিদায় সেরেনার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ০৯:১৪
প্রথম রাউন্ড থেকেই বিদায় সেরেনার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।


বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধণী দিনের প্রথম রাউন্ডে সেরেনা মুখোমুখি হয়েছিলেন জাপানের ২০ বছর বয়সী নওমি ওসাকারের। ম্যাচের শুরু থেকেই সেরেনাকে চেপে ধরেন ওসাকা। ফলে প্রথম সেটেই হার বরণ করে নেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। ৬-৩ গেমে সেটটি জিতেন ওসাকা।


দ্বিতীয় সেটেও নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন ওসাকা। তাই দ্বিতীয় সেটে সেরেনাকে ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টে বড়সড় অঘটনের জন্ম দেন ওসাকা।


সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা বলেন, কোর্টে আসার আগে আমি বেশ নার্ভাস ছিলাম। তবে এখন আমি অবাক। বিশ্বাসই হচ্ছে না, সেরেনাকে হারাতে পেরেছি।


এদিকে, প্রথম সন্তান জন্মের জন্য প্রায় এক বছর টেনিস থেকে দূরে ছিলেন সেরেনা। তবে সদ্যই শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলস দিয়ে আবারো কোর্টে ফিরেন তিনি। সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেরেনা। তৃতীয় রাউন্ডে বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে হারের স্বাদ নেন তিনি।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com