শিরোনাম
স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১০:৫৯
স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা। বুধবার রাতে সাভারের হেমায়েতপুরের ব্যাপারিপাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।


জয়নাবাড়ি ইয়াং ষ্টার ক্লাবের উদ্যোগে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছিলো। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় জয়নাবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মিরপুর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, খেলাধুলা মানুষের মনকে সবসময় চাঙ্গা রাখে। খেলাধুলায় থাকলে মানুষ মাদককে এড়িয়ে চলতে পারে। তাই সমাজে খেলাধুলার কোনো বিকল্প নেই।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন জয়নাবাড়ি ইয়াং ষ্টার ক্লাবের সভাপতি মাসুম বেপারী, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com