শিরোনাম
মাঠে রেফারিকে অস্ত্র দেখিয়ে ভয়!
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৭:০৭
মাঠে রেফারিকে অস্ত্র দেখিয়ে ভয়!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবল মাঠে গোল নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এই উত্তেজনায় যদি কেউ অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়ে তবে বিষয়টি অন্যদিকে মোড় নেয়। ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা। তেমন এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় গ্রীসের এক ফুটবল ম্যাচে। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফুটবল টিমের প্রেসিডেন্ট। অস্ত্র নিয়ে রেফারিকে ভয় দেখান। আর অস্ত্রের মুখে সিদ্ধান্ত পাল্টে ফেলেন রেফারি।


রবিবার খেলা চলছিল পিএওকে সালোনিকা বনাম এইকে এথেন্সের মধ্যে। খেলা ০-০ গোলে এগিয়ে চলছিল। ৮৯ মিনিটের মাথায় সালোনিকা দল একটি গোল করে। রেফারি অফসাইড বলে গোলটি বাতিল করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে সালোনিকা দলের প্রেসিডেন্ট ইভান সাভিডেস তার দেহরক্ষী নিয়ে মাঠে নেমে পড়েন। তার কোমরে তখন অস্ত্র বাধা ছিল। রেফারিকে সরাসরি বলেন, রেফারি হিসেবে তোর দিন শেষ। তার এই হুমকিতে ভয় পেয়ে প্রতিপক্ষ এথেন্স দলের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যায়। দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর আবার খেলা শুরু হয়। তখন গোল বাতিলের সিদ্ধান্ত বদলিয়ে ফেলা হয়। তখন গ্রিসের ডেপুটি সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। তবে টুর্নামেন্টের কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ম্যাচটিকে গোল শূন্য ড্রয় বলে ঘোষণা দেন।



ইভান সাভিডাস গ্রিসে একজন ধনী হিসেবে পরিচিত। তিনি টোব্যাকো ও কয়েকটি গণমাধ্যমের মালিক। গ্রিসের জর্জিয়ায় জন্ম নেয়া এই ব্যক্তি রাশিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য ছিলেন। সূত্র বিবিসি, টেলিগ্রাফ


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com